fbpx
দেশবাংলা

নরসিংদীর ৫ আসনে ধানের শীষের প্রার্থী হতে চান ৩০ জন

||শরীফ ইকবাল রাসেল,নরসিংদী||

আগামী এক্দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ব্যানারে নরসিংদীতে ধানের শীষে প্রার্থী হতে চান ৩০ জন। নরসিংদীর ৬টি উপজেলার ৫টি আসন থেকে বিএনপির মনোনয়ন চান তারা। এদের মধ্যে বৃহত্তর উপজেলা রায়পুরা থেকেই ১২ জন প্রার্থী দাবী করেন।

এদের মধ্যে বেশিরভাগই বিএনপি রাজনীতির সাথে জড়িত, বাকিদের কেউ শীর্ষ ব্যবসায়ী বা কেউ জনপ্রতিনিধি। তবে সবাই ধানের শীষ প্রতীক নিয়ে সরাসরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী।

সেই লক্ষ্যে নরসিংদীর পাঁচটি আসন থেকে এই ৩০ জন ইতোমধ্যে দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন। নরসিংদী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে ১১টি ইউনিয়ন ও ২টি প্রথম শ্রেণীর পৌরসভা নিয়ে নরসিংদী-১ (সদর) আসন।

এ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন। তারা হলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক পুত্র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ।

পলাশ উপজেলার ৪টি ইউনিয়ণ ও ১টি পৌরসভা এবং নরসিংদী সদও উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে নরসিংদী-২ পলাশ আসন। এ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন।

তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আব্দুল বাছেত ভূঁইয়া ও বিএনপি নেতা এলদেম কবির ।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনের আশায় দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন।

এরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন।

তারা হলেন, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সস্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়া পাপ্পু।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব ও আয়কর আইনজীবি এ্যাড. আসাদুজ্জামান আসাদ।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। তারা হলেন, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির সভাপতি একে নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।

রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.এন জামান, সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা কাজী নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. শাহ আলম।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ইফতেখার হোসেন ভূঁইয়া ইতু, রফিকুল আমিন ভূঁইয়া রুহেল ও প্রবাসী সাংবাদিক রাশেদুল ইসলাম জুয়েল।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button