fbpx
আওয়ামী লীগরাজনীতি

তরুণ ভোটারদের প্রাধান্য দিয়ে প্রণয়ন করা হচ্ছে আ.লীগের ইশতেহার

তরুণ ভোটারদের প্রাধান্য দিয়ে প্রণয়ন করা হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার। দলটির ইশতেহার প্রণয়ন উপকমিটি জানিয়েছে, দলীয় প্রধান এবারের ইশতেহারের খসড়ার প্রাথমিক অনুমোদন দিয়েছেন।

ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রধান ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রাথমিক একটি খসড়া তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি। প্রতি মুহূর্তে তিনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন।’

৫৫ থেকে ৬০ পৃষ্ঠা হতে পারে আওয়ামী লীগের এবারের ইশতেহারের আকার। থাকবে টানা এক দশক ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নেবার বিস্তারিত। আগামীর বাংলাদেশের আহ্বান। তবে সবথেকে বেশি গুরুত্ব পাবে তরুণ জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থান, তাদের প্রত্যাশা।

২০০৮ এ দিন বদলের কথা বলেছিলো আওয়ামী লীগ। এরপর ডিজিটাল বাংলাদেশ। পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকা দলটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য প্রস্তুতির সঙ্গে এগিয়ে নিচ্ছে ইশতেহার প্রণয়নের কাজ। ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রধান জানান, একাদশ সংসদ নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ একটি খসড়া করা হয়েছে।

বাংলা টিভি/টিএইচ/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button