
হেমন্তের সকালে কুঁয়াশাচ্ছন্ন আকাশ জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতির এ অপার সৌন্দর্য উপভোগে পর্যটন শহর রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। এতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পর্যটন ব্যবসায়।
আঁকাবাঁকা, উঁচু-নিচু ঢেউ তোলা সবুজ পাহাড়ের বুক চিরে কালো পিচের সর্পিল রাস্তা প্রকৃতি প্রেমীদের মন কাড়ে।সমতল ভূমির চারদিকে ঢেউ তোলা পাহাড়ের দেয়াল আর দিগন্ত জোড়া সবুজের সমারোহ এ নিয়ে প্রকৃতির রাণী রাঙামাটি জেলা।
মূলত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়টাকে পর্যটন মৌসুম হিসেবে বিবেচনা করা হলেও নভেম্বরের শুরুতেই রাঙামাটিতে দেখা মিলছে পর্যটকদের। শীতের আমেজের সাথে সাথে ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা,আরণ্যক রিসোর্ট, বঙ্গবন্ধুর ভাস্কর্য এলাকাসহ কাপ্তাই হ্রদের নির্মল বাতাসে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে ভিড় জমিয়েছেন ভ্রমণপিপাসুরা।
বাংলা টিভি/টিএইচ/এবি