
নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে ফেরত আসলেন ২৪ নারী কর্মী। শুক্রবার রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। তাদের সবাই গৃহকর্মী হিসেবে সেদেশে গিয়েছিলেন। এদের মধ্যে দুইজন নারী মানসিক ভারসাম্যহীন বলেও জানা গেছে।
ফিরে আসা কর্মী মাদারীপুরের লায়লা আক্তার জানান, সৌদি এয়ারলাইন্সের এই ফ্লাইটে ২৪ জন নারী শ্রমিক ফেরত এসেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরবে যে পরিমাণ অত্যাচার করা হয় তাতে সে দেশে লোক পাঠানো বন্ধ করে দেওয়া উচিত।’ এসময় তিনি তার হাতে নির্যাতনের চিহ্ন বের করে দেখান।
ফিরে আসা নারী শ্রমিকদের মধ্যে রয়েছেন বগুড়ার জামিলনগর এলাকার আলেয়া বেগম। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন।
বাংলা টিভি/টিএইচ/এবি