আমেরিকার নিষেধাজ্ঞায় কিছুই হবে না: হাসান রুহানি

Iraq
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির রাষ্ট্রীয় এক টিভি চ্যানেল সম্প্রচারিত বক্তব্যে বলেন আমেরিকা ইরানের ওপর যে নিষেধাজ্ঞা
জারি করেছে এতে কিছুই হবে না ইরানের। এছাড়া তেল রপ্তানি অব্যাহত থাকবে। খবর রয়টার্সের। আজ সোমবার রুহানি দেশটির খয়
নামক শহরে এমন বক্তব্য দেন। তিনি বলেন, ইরাক থেকে ইয়েমেন দেশগুলোতে নিজেদের ব্যর্থতার জন্য আমেরিকা আমাদের দায়ী করে।
এছাড়া তিনি বলেন, তারা আমাদের তেল রপ্তানি বন্ধ করতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা আমাদের তেল রপ্তানি অব্যাহত রাখব।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে আমেরিকা ইরানের প্রায় ৭০০ পণ্য, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা তুলে
নেওয়ার জন্য যদিও আমেরিকার পক্ষ থেকে শর্ত দেওয়া হয় কিন্তু সেসব শর্ত মানতে নারাজ ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়, আমেরিকার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করেনা তারা।
বাংলাটিভি/এসএম/এবি