fbpx
ক্রিকেটখেলাধুলা

প্রথমদিন শেষে টাইগারদের সংগ্রহ ৩১৫ রান

মুমিনুলের সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৫ রান। দিন শেষে তাইজুল অপরাজিত থাকেন ৫৭ বলে ৩২ রানে। তার সঙ্গী হিসেবে আছেন তরুণ ক্রিকেটার নাঈম। তিনি অপরাজিত আছেন ৬০ বলে ২৪ রানে।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পাশাপাশি মুমিনুল হকের নামের পাশে যোগ হয়েছে একাধিক রেকর্ড। কিন্তু ১২০ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ঠিক তিন বল পর ফেরেন মুশফিকুর রহিমও। দুই ওভার পর বোল্ড হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। মাত্র ৫ রান যোগ করে ফেরেন অধিনায়ক সাকিবও। ৬৮ বলে ৩৪ করে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

চলতি বছরের জুলাইয়ে ওয়েস্ট উইন্ডিজ সফরের দুঃস্বপ্নের রেশ এখনও কিছুটা পাওয়া যায়। স্টিভ রোডসের কোচের দায়িত্ব নেওয়ার পর সে প্রথম সফরে ভয়ঙ্কর বাজে পারফরম্যান্স ছিল বাংলাদেশের। মাত্র ৪৩ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা নিয়ে শুরু হয় সিরিজ।

পুরো সিরিজেই তেমন ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। হতে হয় হোয়াইটওয়াশ। এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডজ। এবারও দুই ম্যাচের সিরিজ। আর রোডসও নিজের দক্ষতা ও শিক্ষার প্রভাব ভালোভাবেই ফেলেছেন দলের উপর।

নিজেদের সর্ব শক্তি নিয়েই লম্বা সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
৯৩তম বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে এই ম্যাচে অভিষেক হয় নাঈম হাসানের। অধিনায়ক সাকিবের পাশাপাশি দীর্ঘদিন পর টেস্টে ফিরেছেন সৌম্য সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button