দেশবাংলা
মাধবপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

||মাধবপুর প্রতিনিধি||
হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরায় অটোরিকশা চাপায় উজ্জ্বল মিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর)সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের খলিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায় যে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুত গতির একটি অটো রিক্সা চাপা দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়ুন কবির তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানার এস আই কামাল হোসেন ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
বাংলাটিভি/এসএম/এবি