
চ্যাম্পিয়ন্স লিগে রাতে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গ্রুপ টেবিলের শীর্ষে থাকায় ম্যাচ নিয়ে বেশ নির্ভার বার্সা শিবির। অন্যদিকে, পরের রাউন্ডে ওঠার আশা না থাকলেও জিততে মরিয়া পিএসভি। শেষ তিন ম্যাচেই জয়হীন ভালভার্দে শিষ্যরা।
এ অবস্থায় পিএসভির মুখোমুখি হওয়ার আগে একটু দুশ্চিন্তায় কাতালান শিবির। ফর্মে থাকলেও ঠিক ছন্দে নেই মেসি-সুয়ারেজরা। ইনজুরি সমস্যা খুব একটা না ভোগালেও, এই ছন্দহীনতা ভাবাচ্ছে দলের কোচকে।
তবে গত কয়েক ম্যাচের মতই এবারেও ভালভার্দের বাজির ঘোড়া হতে পারেন ওসমান ডেম্বেলে। রীতিমতো গোল করার নেশা পেয়ে বসেছে এই ফরাসীকে।