fbpx
দেশবাংলা

শ্রীপুরে আগুনে দ্বগ্ধ প্রবাসীর স্ত্রী চারদিন পর মৃত্যু

 ||সুমন শেখ, শ্রীপুর, গাজীপুর||

গাজীপুরের শ্রীপুরে আগুনে দ্বগ্ধ প্রবাসীর স্ত্রী ৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

গত ২৮ নভেম্বর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামের প্রবাসী আসাদুল্লাহর স্ত্রী রিতা আক্তার (২৩) গভীর রাতে বাড়ীর পাশে প্রকৃতির ডাকে বের হলে দুস্কৃতিকারীরা গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা রোমান ফকির বাদী হয়ে গৃহবধূর শ্বাশুরী, তিন ভাসুর  এক ননদসহ ৬ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেন। ৪ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার দুপুরে সে মারা যায়।

ঘটনার দুইদিন পর এস.আই মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শ্বাশুরী হাজেরা ও ননদ জান্নাতকে গ্রেফতার করে গাজীপুর আদালতে প্রেরণ করেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, আগুনে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। দুইজন আসামীকে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহ রয়েছে।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button