fbpx
দেশবাংলা

নোয়াখালীতে বেড়েছে শীতজনিত রোগ, হাসপাতালে রোগীদের ভিড়

||ইয়াকুব নবী ইমন, নোয়াখালী||

নোয়াখালীতে শীতজনিত রোগের পাদুর্ভাব বেড়েছে। বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে গেলো এক সপ্তাহে জেলার সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন হাসপাতালগুলোতে পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলারেল হাসপাতাল, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, অনেক শিশু ও প্রাপ্ত বয়স্করা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশীর ভাগ রোগীর সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ ঠান্ডা জনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

প্রতিদিনই মানুষ শীত জনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ ডাক্তার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। আবার রোগীর অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করছেন। প্রতিদিন গড়ে হাসপাতালগুলো ৭০-৮০ করে সর্দি, কাশিসহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের বাড়তি চাপ সামাল দিতে না পেরে অনেকের চিকিৎসা চলছে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মেঝেতে। রাত-দিন ২৪ ঘন্টাই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের পাশিপাশি  জরুরি বিভাগ ও বহির্বিভাগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, শীতজনিত কারণে শ্বাসতন্ত্রের সংক্রমন ও এলার্জি জনিত সমস্যায় ভোগা শিশুদেরকে সময় মতো চিকিৎসকের কাছে না আনার কারণে অনেকের সমস্যা জটিল আকার ধারণ করে।

অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। অবস্থা খারাপ দেখলে আমরা রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেই।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আজিম জানান, শীতকাল আসলে এমনিতেই রোগ বালাই বাড়ে। এসময় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় শিশু ও বৃদ্ধরা। আমাদের কাছে আসলে আমরা যথাসাধ্য তাদের উত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা করি।

বাংলাটিভি/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button