fbpx
নির্বাচনবাংলাদেশ

নিরাপত্তায় শটগানসহ আরেকজন দেহরক্ষী চেয়েছেন ইসি সচিব

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরো জোড়দার নিরাপত্তা চান নির্বাচন কমিশন সচিব হেলালদ্দীন আহমদ।  পিস্তলসহ একজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের কাছে তার নিরাপত্তা আরও জোরদার করার জন্য শটগানসহ আরেকজন নিরাপত্তারক্ষী চাওয়া হয়েছে।

ইসি সচিবের একান্ত সচিব আল মামুন এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার ডিএমপি কমিশনারকে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে- বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ এ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলাকালে এবং নির্বাচনের কিছুকাল সচিবের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এলক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরো একজন দেহরক্ষী/গানম্যান নিযুক্ত করা প্রয়োজন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button