শেরপুরে বিভিন্ন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

৩টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটানিং অফিসার আনার কলি মাহবুব প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ করেন।
শেরপুর-১ আসনের মহাজোটের আওয়ামী লীগের প্রার্থী মো. আতিউর রহমান আতিক প্রথমে নৌকা প্রতীক নিতে আসেন। এরপর একই আসনের ঐক্যফ্রন্টের বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ধানের শীষ এবং মহাজোটের আরেক প্রার্থী জাতীয় পার্টির মো. ইলিয়াছ উদ্দিন লাঙ্গল প্রতীক নিতে আসেন।
পর্যাক্রমে জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীরা তাদের সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে প্রতীক নিয়ে যান। এ সময় উল্লেখিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্লোগান দিয়ে প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসকের চত্বর ত্যাগ করেন।
শেরপুরের ৩ টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, ইসলামী আন্দোলন মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা সকলেই আজ প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমে যায়।
বাংলাটিভি/এবি