fbpx
বাংলাদেশরাজনীতি

ধানের শীষ মানেই দুর্নীতি, নৌকা মানে মানুষের কল্যাণ: প্রধানমন্ত্রী

ধানের শীষ মানে দুর্নীতি- জঙ্গিবাদ আর মানি লন্ডারিং আর নৌকা মানে সমৃদ্ধি-স্বাধীনতা ও মানুষের ভাগ্য উন্নয়ন এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর গুলশান-২ নম্বর ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বিএনপি-জামাত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন আর জঙ্গিবাদের স্থান নেই। জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ সরকার। স্বল্প আয়ের মানুষরা যেন ফ্লাটে বসবাস করতে পারে সে ব্যবস্থা করবে আওয়ামী লীগ সরকার জানিয়ে তিনি বলেন, বস্তির মানুষ এখন যেভাবে থাকে সেভাবে থাকবে না। স্বল্প আয়ের মানুষরা যেন ফ্লাট বাসায় থাকতে পারে সে প্রকল্প নেয়া হয়েছে।

সপ্তাহে, মাসে বা বছরে যেন তারা আয় অনুযায়ি ভাড়া দিতে পারে সে ব্যবস্থাও করা হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার ঢাকাকে যানজটমুক্ত করার প্রকল্প হাতে নিয়েছে। এরই মধ্যে পাতাল রেলের পরীক্ষা নীরিক্ষাও শুরু হিয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। আবার ক্ষমতায় এলে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ১০ বছর ধরে মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করছে সরকার। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখছে আওয়ামী লীগ।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button