Uncategorizedআন্তর্জাতিক

সাপের ভয়ে অফিস করছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট

 

সাপ দেখার পর থেকে নিজ কার্যালয়ে অফিস করছেন না লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া। বুধবার থেকে তিনি তার বাসভবনে সরকারি কাজ সারছেন। আফ্রিকান নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি স্মিথ তবি, এপিকে জানিয়েছেন, ভবনটি থেকে সাপ দূর করা না পর্যন্ত প্রেসিডেন্টকে বাসা থেকে অফিস করতে বলা হয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা জানায়, বুধবার ভবনটির অভ্যর্থনা এলাকার দেয়ালের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে। ধারণা করা হচ্ছে এটি অনেক পুরনো ভবন যার পানি বা পয়নিষ্কাশন ব্যবস্থা থেকে সাপ দুটি বের হয়ে আসতে পারে। এখন সেগুলোকে তাড়ানোর চেষ্টা চলছে।

সাপগুলো এখনো ভবনে আছে কিনা সেটিও বোঝা যাচ্ছে না। অন্তত ২২শে এপ্রিল পর্যন্ত সবাইকে দুরে থাকতে বলা হয়েছে। তবে সাপগুলো মারা না হলেও প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া কার্যালয়ে ফিরবেন বলে জানিয়েছেন টোবি।

এর আগেও একবার কার্যালয় ছাড়তে হয়েছে দেশটির প্রেসিডেন্টকে। এরপর আর ফিরতেই পারেননি সেখানে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button
Close