fbpx
অর্থনীতি

উবারে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান

অ্যাপভত্তিকি গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবারে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে অনলাইন লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেইপাল। শুক্রবার আইপিও চালুর শর্তাবলী প্রকাশ করেছে উবার। প্রতিষ্ঠানটির আইপিও মূল্যের ওপরই ব্যক্তিগত বিনিয়োগ করবে পেইপাল– খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির। লজিস্টিকস এবং যাতায়াত সেবায় ‘সুপারঅ্যাপ’ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিষ্ঠানটির আর্থিক সেবা থাকাটা জরুরি বলে মনে করা হয়েছে প্রতিবেদনে।

সুপারঅ্যাপ হলো এমন ধরনের দরখাস্ত যেখানে গ্রাহকরা যাতায়াত, কেনাকাটা এবং লেদদেনের মতো অনেক সেবা একসঙ্গে পান। যারা শুধু একটি ব্যবসা বা সেবা দিয়ে থাকেন তাদের চেয়ে এধরনের প্রতিষ্ঠানগুলো বেশি আকর্ষণীয় বলেও জানানো হয়েছে। আইপওিতে প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের মূল্য ৪৪ থেকে ৫০ মার্কিন ডলার রাখার পরিকল্পনা করছে উবার। এতে প্রতিষ্ঠানের বাজার মূল্য হবে ৮৪০০ কোটি মার্কিন ডলার। আইপিওতে প্রায় এক হাজার কোটি মার্কিন ডলারের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

এম, হাবিল, বাংলা টিভি, ঢাকা

 

সংশ্লিষ্ট খবর

Back to top button