fbpx
আন্তর্জাতিকএশিয়া

স্বায়ত্তশাসন বাতিল, কাশ্মির ভেঙে দুই ভাগ করার ঘোষণা ভারতের

কাশ্মিরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর সোমবার রাজ্যসভায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
union article minister issue shah addresses over f152e3c4 b752 11e9 98cb e738ad509720 1
বিরোধী দলগুলোর তুমুল বিরোধিতার মধ্যেই বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার পার্লামেন্টে সংবিধানের ৩৭০ ধারা রদ করার প্রস্তাব তোলেন।  এতে তিনি ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিলের প্রস্তাব করেন।  ভারতীয় সংবিধানের এ দুই ধরাকে কাশ্মীরের সাংবিধানিক রক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়।
2c49f56e1a763a765925164a922a8952 5d47d202d8711

পাশাপাশি ‘জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল’ নামে আরও একটি প্রস্তাব তিনি পার্লামেন্টে তোলেন, যা পাস হলে কাশ্মীর ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হবে আলাদা দুটো কেন্দ্রশাসিত অঞ্চল।  জম্মু ও কাশ্মীরে আইনসভা থাকবে, তবে লাদাখে তা থাকবে না।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button