fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদ

ট্যানারি মালিকদের কাছে লবণযুক্ত কাঁচা চামড়া বিক্রি শুরু

ব্যবসায়ী ও সরকার পক্ষের আলোচনা শেষে ট্যানারি মালিকদের কাছে লবণযুক্ত কাঁচা চামড়া বিক্রি শুরু করেছে আড়তদাররা।  তবে, ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা ৪০০ কোটি টাকা আদায় নিয়ে শঙ্কিত ব্যবসায়িরা।  

চামড়ার অস্বাভাবিক দরপতন নিয়ে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের  পর আজ থেকে শুরু হয়েছে কাঁচা চামড়া আড়ৎদারদের বেচাকেনা। এরই অংশ হিসাবে সকালে লালবাগের পোস্তায় আসতে দেখা যায় ট্যানারি মালিকদের।

উভয় পক্ষের ছাড়ের মাধ্যমে আগামীতে ব্যবসা আরও সমৃদ্ধি লাভ করবে বলে মনে করেন ট্যানারি এসোসিয়েশনের এই নেতা।  এ সময় নিজেদের নানা সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে, সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সরকারের উদ্যোগে এ ব্যবসায় সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন ক্রেতা ও বিক্রেতারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button