fbpx
বিনোদনহলিউড

দর্শকদের বুকে কাঁপন ধরাতে ঢাকায় আসছে ‘ইট চ্যাপ্টার টু’

KSRM

ভৌতিক ছবি নিয়ে দর্শকমনে সব সময় জল্পনা-কল্পনার অন্ত থাকে না। আর এ ক্ষেত্রে আমেরিকার লেখক স্টিফেন কিংয়ের জুড়ি মেলা ভার। তার লেখা উপন্যাস অবলম্বনে ২০১৭ সালে নির্মিত হয় চলচ্চিত্র ‘ইট’। ছবিটি সে সময় বক্স অফিসে এতটাই আলোড়ন তুলেছিল যে, সমালোচকরা ছবিটিকে সর্বকালের অন্যতম সেরা হরর ছবির তকমা দিতেও কার্পণ্য করেননি। ছবিটির ভয়ংকর দৃশ্যগুলোর কথা নিশ্চয় এখনও দর্শকরা ভুলে যাননি।

মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে টানা দ্বিতীয় সপ্তাহেও হলিউড বক্স অফিসের শীর্ষস্থান ধরে রাখে ছবিটি। উদ্বোধনী দিনে এটি আয় করে রেকর্ড ৫ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এছাড়াও, মুক্তির প্রথম তিনদিনেই যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করে ১২ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার। আর এতে করে ‘ইট’ ছাড়িয়ে যায় অতীতের সব হরর ছবির রেকর্ড।

দুই বছরের ব্যবধানে দর্শকদের সামনে এবার আসছে চমকে দেওয়া সেই ছবিটির সিক্যুয়াল ‘ইট: চ্যাপ্টার টু’। আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি।
69660034 10220510312096627 2178948599885332480 n 1

১৯৮৬ সালে প্রকাশ পাওয়া স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট চ্যাপ্টার টু’- নিয়ে ছবিটি নির্মাণ করেছেন আন্দ্রেস মুসচিয়েত্তি। প্রথম ছবি ‘ইট’ এর পরিচালকও ছিলেন তিনি। এটি মূল ঘটনার ২৭ বছর পরের গল্প। অতিপ্রাকৃত ভৌতিক এই ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেসিকা চেস্টেইন, জেমস ম্যাকাবয়, বিল হ্যাডার, জে রায়ান, অ্যান্ডি বিন, ইসাইয়া মুস্তাফা প্রমুখ।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button