
নূর : অনুরূপ আইচের রচনায় দুর্গাপূজা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। আরও আছেন শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। দুর্গাপূজা উপলক্ষে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি দেখানো হবে এনটিভিতে।
এর গল্পে দেখা যাবে, প্রকৃতির সান্নিধ্যে গিয়ে একজন লেখকের জীবনবোধ বদলে যাওয়া নিয়ে। লেখক নতুন লেখার খোঁজে শহর থেকে খানিক দূরে নির্জন বনাঞ্চলের ডাকবাংলোয় এসে ওঠে। বয়োবৃদ্ধ কেয়ারটেকার হরিপদ লেখকের দেখাশোনা ও যত্নআত্তির জন্য মেয়ে দুর্গাকে দায়িত্ব দেন। মূলত এখান থেকেই তাদের প্রেমের শুরু হয়।
একদিন দুর্গা স্বাগতমের জন্য বনে স্থাপিত পূজা মন্ডপে মা দুর্গার চরণতলে মিনতি করে মুক্তি প্রার্থনা করে। স্বাগতম মনে মনে বলে, এ তো সাক্ষাৎ মা দুর্গা। সে উপলব্ধি করে, জ্যোৎস্না আসলে বনে নয়; জ্যোৎস্না থাকে মানুষের মনে।