
ছাত্র রাজনীতি বন্ধ করলে দুর্বৃত্তপনা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এসব কথা বলেন তিনি ।
এ সময় মেনন বলেন বর্তমানে দূর্নীতির কারণে দুর্বৃত্তপনা গড়ে উঠেছে। বর্তমানে যারা উন্নয়নের ঘোড়ায় উঠেছেন তারা জনগনের চিন্তা না করে শুধু নিজেদের পকেট ভারী করেছেন। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি বন্ধ করারও পরামর্শ দেন তিনি।
ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কমরেড কামরুল আহসান সহ ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগরের নেত্ববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।