fbpx
অন্যান্যআন্তর্জাতিক

দাবানলে ওয়েলসে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনদিন ধরে চলা এ দাবানলে ঘনবসতিপূর্ণ এ দুই রাজ্যে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার বাসিন্দা। ওই দুই রাজ্যে ১২০ টিরও বেশি দাবানল ক্রমশ বিস্তৃত হচ্ছে।

নিউ সাউথ ওয়েলসে দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে ৯ লাখ ৭০ হাজার হেক্টর জমি ও দেড়শরও বেশি ঘরবাড়ি। কুইন্সল্যান্ডে ধসে পড়েছে ৯টি বাড়ি।

এদিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আশপাশের এলাকায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button