fbpx
অন্যান্যবিনোদন

সমাজে তৃতীয় লিঙ্গের সংকট নিয়ে ‘থার্ড জেন্ডার ২’

আবারো তৃতীয় লিঙ্গের সংকট নিয়ে জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ’র ‘থার্ড জেন্ডার ২’। নাটকটি প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন। যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়।

কদিন আগে ‘থার্ড জেন্ডার ২’-এর ট্রেলার প্রকাশের পর দর্শক তুমুল পছন্দ করে। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসা চোখে পড়ে।

এর আগে ঈদুল আজহায় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ হাজির হয়েছিলেন তৃতীয় লিঙ্গের মানুষদের গল্পের ফিকশন ‘থার্ড জেন্ডার’ নিয়ে। যেটি প্রশংসা কুড়িয়েছিল। সেই নাটকটির সিক্যুয়েল ‘থার্ড জেন্ডার ২’। তৃতীয় লিঙ্গের সংকটের গল্পটি লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ।

গল্প প্রসঙ্গে মাবরুর রশিদ বান্নাহ বলেন, তাদের নিয়ে রিসার্চ করতে গিয়ে বুঝেছি, তাদের জীবন অনেক দুঃখ-কষ্টের। তাদের যে ফান করা আমরা দেখি সেটা শ্রেফ জীবিকার তাগিদ। সমাজে তাদের টিকে থাকা, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা অনেক সংকটের।

 নাটকটির প্রথম কিস্তিতে ছিলেন মুশফিক ফারহান, শাওন। এবার তারাও আছেন। সঙ্গে যুক্ত হয়েছেন সামিয়া অথৈ, সিয়াম নাসির, নাদিম প্রমুখ।প্রথম কিস্তিতে যারা ছিলেন বেশীরভাগ শিল্পীরা এখানে থাকলেও তাদের চরিত্রগুলো এখানে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।

ফিকশনে থাকছে নাচ ময়না শিরোনামে একটি গান। যেটি কম্পোশিজন করেছেন আলভী, গেয়েছেন তাহসিন। নাটকটি সরাসরি দেখতে ক্লিক করুন,

সংশ্লিষ্ট খবর

Back to top button