‘ধূলি দূষণ কমাতে নগরীতে পানি ছিটানো হবে’

শুষ্ক মৌসুম শেষ না হওয়া ধূলি দূষণ কমিয়ে আনার লক্ষ্যে নগরীতে পানি ছিটানো হবে বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার সকালে নগর ভবন প্রাঙ্গণে পরিবেশ দূষণ মোকাবেলার অংশ হিসেবে ধূলিদূষণ কমিয়ে আনার লক্ষ্যে নগরীতে পানি ছিটানোর স্পেশাল ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
এসময় যারা যারা ধূলিদূষণের জন্য দায়ী তাদের আইনের আওতায় নিয়ে আসতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এ প্রোগ্রামে ৯টি গাড়ি দিয়ে প্রতিদিন ২ বার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় সব প্রাইমারী সড়কে পানি ছিটানো হবে বলে জানানো হয়েছে। এই কর্মসূচির আওতায় সকাল ৬টা থেকে ৮টা ৩০ মিনিট এবং বিকালে নির্দিষ্ট সময়ে পানি ছিটানো হবে।
এই কর্মসূচির আওতায় যেসব স্থানে কন্সট্রাকশন চলছে, সেখানে যদি সঠিকভাবে কাজ না হয়, বা যেখানে সেখানে যদি মাটি পড়ে থাকে, তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের শহরে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। পাশাপাশি ওয়াসা ও সিটি করপোরেশনের কাজও ধূলি দূষণের কিছুটা উৎস হিসেবে পরিণত হয়েছে।
আমরা আশা করি, যেসব প্রকল্প চলমান রয়েছে, এই কাজগুলো শেষ হয়ে যাওয়ার পর বায়ু দূষণ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে।