বিশ্ববাংলা
দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত বৃহষ্পতিবার দেশটির লেনেসিয়ার একটি হাসপাতালে মৃত্যবরণ করেন বলে জানিয়েছে, আমাদের দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি এস এইচ মোহাম্মদ মোশাররফ।
নিহতের ভাই ফিরোজ জানান, গত ১৭ নভেম্বর দেলোয়ার হোসেন জোহানেসবার্গ থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে, একোনপ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
পরে, তাকে উদ্ধার করে লেনেসিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হলে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি। দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।