fbpx
নির্বাচনবাংলাদেশ

প্রতীক পেলেন প্রার্থীরা, মাঠে গড়াবে নির্বাচনী যুদ্ধ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। আর বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন, ধানের শীষ। আজ শুক্রবার থেকে মাঠে গড়াবে নির্বাচনের যুদ্ধ।

কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার আবুল কাসেম। এ সময় নির্বাচনী উৎসবকে সংঘর্ষে রুপ না দেয়ার আহ্বান জানান তিনি। এদিকে, আচরণবিধি মেনেই প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন, প্রার্থীরা।

শুক্রবার সকালে আগারগাঁয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ঢাকা উত্তরের আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম পেয়েছেন নৌকা প্রতীক, আর বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ।

এ সময়, নির্বাচনী আচরণবিধি মেনেই মাঠে কাজ করার কথা জানান, কাউন্সিলর পদে  প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থীরা। এ সময় কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন রিটার্নিং অফিসার। একই সঙ্গে, কোন প্রার্থেই রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন না উল্লেখ করে, সবাইকে বিধিমালা মেনে চলারও আহ্বানও জানান তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button