fbpx
বিএনপিরাজনীতি

নির্বাচনী প্রচারণায় বাধা, অভিযোগ তাবিথের

ষষ্ঠ দিনের মত চলছে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। নানা ভাবে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের। রাজধানীতে নির্বাচনী  প্রচারণার সময় এসব কথা বলেন তারা।

অন্যদিকে, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে নগর উনয়নের আশ্বাস দিলেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

শীতকে উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় নেমেছে ঢাকা উত্তরের আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। সকালে ফার্মগেট, তেজগাঁও, বেগুনবাড়িতে নির্বাচনী গণসংযোগে নামে আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এ সময়, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে কাজ করার আশ্বাস দেন তিনি।

উত্তরে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল উত্তর বাড্ডা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় ভোটারদের দাঁরে দাঁরে গিয়ে ভোট চান তিনি। প্রচারণায় নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাবিথ আউয়াল। এ সময় সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button