দেশবাংলা
চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টারের ধাক্কায় সিরাজুল (৪৭) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর হাজির মোড় এলাকার এম.এইস তেল পাম্প এর সামনে।
রোববার সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সুখদেব পুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভ্যানচালক সিরাজুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে চিরিরবন্দর ঘুঘুরাতলী যাওয়ার পথে হাজির মোড় এলাকার তেল পাম্পের সামনে এসে পৌচ্ছালে পেছন থেকে আসা একটি ইটভর্তি ট্রাক্টর সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ট্রাক্টটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। পরে ট্রাক্টর রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। চিরিরবন্দন থানার ওসি সুব্রত কুমার সরকার দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জুর আলী শাহ, দিনাজপুর