fbpx
বিশ্ববাংলা

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর কারাদণ্ড

লন্ডনে হাউজিং প্রতারণার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসরত খাদিজা বেগম নামে ওই নারীকে হাউজিং প্রতারণার দায়ে কারাদণ্ড দেয়ার পাশাপাশি, তার কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পেশালিস্ট হাউজিং ফ্রড টিম তদন্ত শেষে মামলা করলে, আদালত তার বিরুদ্ধে এই রায় দেন। জানা গেছে অভিযুক্ত নারী ২০০২ সালে কাউন্সিল হাউজিং-এর জন্য আবেদন করার সময় জানান যে, তার কোথাও কোনও বাড়ি নেই।

পরবর্তীতে ২০০৬ সালে তিনি তার ভাইয়ের সাথে যৌথভাবে একটি বাড়ি কিনলেও, এ বিষয়ে কাউন্সিলকে অবহিত করেননি। পরে হোয়াইট চ্যাপেলের কলিংউড হাউজে কাউন্সিল থেকে বসবাসের জন্য একটি ফ্ল্যাট পেলেও, তার নিজস্ব বাড়ি থাকার বিষয়টি চেপে যান তিনি।

যদি অন্য কোথাও বাড়ি থাকে তাহলে তাকে সোশাল হাউজিং বরাদ্দ দেয়ার নিয়ম নেই। পরবর্তীতে কাউন্সিলের হাউজিং ফ্রড টিম জানতে পারেন, ইলফোর্ডে যৌথনামে তার একটি বাড়ি রয়েছে এবং তিনি কাউন্সিলকে তা জানাননি। তবে, বিষয়টি আদালতে যাওয়ার পর, খাদিজা বেগম তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button