fbpx
আন্তর্জাতিকযুক্তরাজ্য

আবারো সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন

আবারো সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো ইংল্যাণ্ডের রাজধানী লন্ডন। রোববার দক্ষিণ লন্ডনের স্ট্রিটহ্যামে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হামলাকারী সুদেশ আম্মান সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে নজরদাবিতে ছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি জঙ্গি হামলা ছিল। লন্ডনে টেমস নদীর দক্ষিণে অবস্থিত ব্যস্ত আবাসিক এলাকা স্ট্রিথাম এ হামলা চালানো হয়েছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে লোকজন উদ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেন।

এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। পুলিশ জানায়, নিহত হামলাকারীর নাম সুদেশ আম্মান। তার বয়স ২০ বছর। এর আগে সে সন্ত্রাসী কার্যকলাপের জন্য জেলে ছিলো।

ওই হামলার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এদিন মোট তিনটি গুলি গুলির শব্দ তাঁরা শুনেছেন বলে কয়েকজন জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button