fbpx
অর্থনীতিবানিজ্য সংবাদ

ভরা মৌসুমেও লাগামহীন পেঁয়াজের বাজার

কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না রাজধানীর পেঁয়াজের বাজারে। ভরা মৌসুমেও কমছে না এর ঝাঁজ। কিছুটা কমে রাজধানীর বাজারে এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

এদিকে, সরবরাহ পর্যাপ্ত থাকায় কিছুটা কমেছে শীতকালীন শাক-সবজীর দাম। তবে, মাছের দাম অনেকটা নাগালে থাকায়, স্বস্তিতে সাধারণ ক্রেতারা। এ ছাড়া, অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের বাজার।

গত কয়েক মাস ধরে অস্থির দেশের পেঁয়াজের বাজার। মৌসুম শুরু হওয়ার পরও কমছিল না এর দাম। পরে, সরকারের নানা পদক্ষেপে গতমাসে কিছুটা কমলেও, গ্যাল দুই সপ্তাহ ধরে আবারও তা লাগামছাড়া। অবশেষে, গেলো সপ্তাহ থেকে কিছুটা নিম্নমুখী হয়েছে পণ্যটির দাম।

এদিকে, বাজারে শীতের  সবজি পর্যাপ্ত থাকলেও, দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে, গেলো সপ্তাহের চেয়ে কিছুটা নমনীয় রয়েছে রাজধানীর মাছের বাজার। ফলে স্বস্তি মিলছে ক্রেতাদের মনে।

এ ছাড়া অপরিবর্তিত রয়েছে গরু-খাসীর মাংস, চাল ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজার।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button