fbpx
আইন-বিচারবাংলাদেশ

মার্চ থেকে সারা দেশে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি

আগামী পহেলা মার্চ থেকে সারা দেশের সড়ক, মহাসড়ক, সেতু এবং ফেরিগুলোতে বিনা ভাড়ায় পরিবহন করতে পারবে সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস।

মুমূর্ষু রোগী বহনে আর টোল দিতে হবে না অ্যাম্বুলেন্স সার্ভিসকে। এ মর্মে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই বিষয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেছেন, উপসচিব ফাহমিদা হক খান।

এতে বলা হয়েছে, বিগত সময় সড়ক, মহাসড়ক, সেতু এবং ফেরিসমূহে স্থানভেদে যে কোনো অ্যাম্বুলেন্স থেকে টোল বা চার্জ আদায় করা হতো। এমন বিষয় সরকারের নজরে এসেছে। তাই মুমূর্ষু রোগী বহনে নিয়োজিত সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো এখন থেকে কোনো ধরনের টোল বা চার্জ ছাড়াই পারাপার হতে পারবে। তবে এই সুবিধা আগামী এক মার্চ থেকে কার্যকর করা হবে।

জানা যায়, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা এমন চিঠি দেশের বিভিন্ন জেলা প্রশাসক এবং স্ব স্ব বিভাগের কাছে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button