fbpx
আন্তর্জাতিকইউরোপ

চিলিতে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

চিলির রাজধানী সান্তিয়াগোতে, সরকারের পদত্যাগের দাবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় বিক্ষোভকারীরা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। বিক্ষোভকারীরা সরকারকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে, পদত্যাগের দাবি জানায়।

পরে আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। গেল বছরের অক্টোবরে গণপরিবহণের ভাড়া বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষায় সরকারের ভর্তুকি কমানোর প্রতিবাদে বিক্ষোভ করছে দেশটির নাগরিকেরা।

সান্তিয়াগোর গভর্ণর কার্লা রুবিলার টুইটারে দেয়া এক বার্তায় এটিকে ‘একটি ঐতিহাসিক দিবস’ হিসেবে অভিহিত করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের প্রশংসা করেন এবং নতুন চিলির স্বপ্নের বর্ণনা দেন।

রুবিলার বলেন, দেশব্যাপী ১০ লাখেরও বেশি লোক বিক্ষোভে অংশ নিতে রাজপথে নেমে আসে। পুলিশের দেয়া হিসাবের বরাত দিয়ে তিনি আরো বলেন, কেবলমাত্র রাজধানীতে প্রায় আট লাখ ২০ হাজার লোক বিক্ষোভে অংশ নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button