fbpx
আওয়ামী লীগরাজনীতি

গণভবনে পররাষ্ট্রমন্ত্রী : করোনাভাইরাস

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার ওয়ানচুক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে রবিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ‘মুজিববর্ষের অনুষ্ঠান উপলক্ষে সরকার কাউকে ঝুঁকিতে ফেলতে চায় না। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেবেন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতেই পারেন।’

প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

ইতোমধ্যে দুনিয়াজুড়ে শতাধিক দেশ ও অঞ্চলের ১ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৪৯ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button