fbpx
ঢালিউডবিনোদন

২ এপ্রিল পর্যন্ত সকল সিনেমা হল বন্ধ

বিশ্ব জুড়ে করোনাভাইরাস এক আতঙ্কের নাম হয়ে দাড়িয়েছে। এর প্রভাব পড়েছে চলচ্চিত্র অঙ্গনেও। একে এক বাতিল হচ্ছে ছবি মুক্তি ঘোষণা, বাতিল করা হচ্ছে বড় বড় সিনেমার শুটিং।

ইতোমধ্যে ভারতের কয়েকটি রাজ্যে সকল সিনেমা হল বন্ধের ঘোষণাও করা হয়েছে। এবার সেই থাবা পড়লো ঢালিউডেও। আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের সকল সিনেমা হল বন্ধ থাকবে।

সোমবার বাংলাদেশে সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণার পর সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নিলেন হল মালিকরা। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানা গেছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দেশের এ পরিস্থিতে সিনেমা হলগুলোতে দর্শক এমনিতে আসছে না। তাছাড়া এ ভাইরাস সংক্রামক হওয়ায় আগামী ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ রাখা হবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button