fbpx
দেশবাংলা

করোনা সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক বার্তা প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সেনাবাহিনী

সারাদেশে করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের পাশাপাশি সতর্কতামূলক বার্তা প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

নরসিংদীতে জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী কমিশনার পারভেজ মল্লিকের নেতৃত্বে সেনা সদস্যরা হাটবাজার, সড়কসহ বিভিন্ন এলাকায় সর্তকতামূলক প্রচারনার পাশাপাশি জনগণকে ঘরে থাকার ও সরকারী নির্দেশনা মেনে চলতে হুশিয়ারী দেন।

এদিকে, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সেনা সদস্যদের নিয়ে উপজেলা সদর, বাজার ও জনবসতি এলাকায় তৎপরতা চালাচ্ছে।

এ সময় বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়। কুড়িগ্রামে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে সেনাবাহিনী। জেলা শহরসহ উপজেলা ও গ্রামাঞ্চলের হাট বাজারে অভিযান পরিচালনা করে শতভাগ দোকানপাট বন্ধ করাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রচার- প্রচারণা অব্যাহত রেখেছেন।

রংপুর মহানগরীসহ পুরো জেলায় সামাজিক দুরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ত্পৎর প্রশাসন ও আইনশৃঙখলাবাহিনী।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button