fbpx
বিশ্ববাংলা

গৃহবন্দী জীবনযাপন মক্কা প্রবাসী বাংলাদেশিদের

করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো সৌদি আরব। ২৪ ঘন্টা কারফিউ জারি করা হয়েছে পবিত্র মক্কা নগরীতে। ফলে বাধ্য হয়ে গৃহবন্দী জীবনযাপন করছেন মক্কা প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে মুসলমানদের তীর্থস্থান পবিত্র শহর মক্কা। জীবিকার তাগিদে কয়েক লাখ বাংলাদেশি পাড়ি জমিয়েছেন মক্কা নগরীতে। চাকরী, ব্যাবসাসহ বিভিন্ন পেশার সাথে জড়িত এসব প্রবাসীরা।

বর্তমানে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনা ভাইরাস। সৌদি আরবে এর বিস্তার ঠেকাতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারিসহ দেশটির সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সারাদেশ প্রায় অচল হয়ে পড়েছে । বন্ধ হয়ে গেছে প্রায় সবধরনের উৎপাদন।

করোনার প্রভাবে থেমে গেছে পুরো সৌদি আরবের স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তাঘাট, স্কুল-কলেজ, কল-কারখানা ইত্যাদি প্রায় সবকিছু বন্ধ থাকায়, চরম উদ্বেগ-উৎকন্ঠায় দিনযাপন করছেন মক্কা প্রবাসী বাংলাদেশিরা। একান্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ ।

সৌদি আরবে এখন পর্যন্ত মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, প্রায় আড়াই হাজার নাগরিক। ভাইরাসের প্রকোপ রোধে, অনির্দিষ্টকালের জন্য মক্কা-মদীনাসহ সব মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে। দুশ্চিন্তা এবং অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সৌদি আরবের প্রবাসীরা।

এইচ হেমায়েত, মক্কা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button