fbpx
অন্যান্যআন্তর্জাতিক

লকডাউন তুলে নিলে পরিস্থিতি ভয়াবহ হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো যদি সামাজিক দূরত্বের কড়াকড়ি এবং লকডাউন দ্রুতই তুলে নেয় তাহলে ভাইরাসের ভয়াবহ বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসাস।

সুইজারল্যান্ডের জেনেভায় একটি সম্মেলনে তিনি বলেন,অর্থনৈতিক সমস্যায় পড়লেও বিধিনিষেধ শিথিলের ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক হতে হবে। লকডাউন অব্যাহত থাকলেও ইউরোপের দেশ ইতালি ও স্পেন বেশ কিছু পদক্ষেপ শিথিল করেছে। মানুষের চলাচলে কড়াকড়ি তুলে নেয়ার ক্ষেত্রে দেশগুলোকে পর্যায়ক্রমে নতুন নতুন কৌশল নিতে হবে।

একই সঙ্গে তিনি স্পেন ও ইতালিতে মৃতের হার কমতে থাকায় সন্তোষ জানিয়েছেন। তবে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ায় উদ্বেগও প্রকাশ করেন তিনি। এছাড়া,করোনায় আক্রান্ত বিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক উন্নতি হওয়ায় সন্তোষ জানান সংস্থাটির প্রধান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button