fbpx
দেশবাংলা

টেকনাফে ট্রলার থেকে ৩ শতাধিক রোহিঙ্গা উদ্ধার

‘কক্সবাজারের টেকনাফে একটি ট্রলার থেকে ৩ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া ঘাট থেকে তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

জানা গেছে, ওই ৩ শতাধিক রোহিঙ্গা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত আসে। তাদের এক জায়গায় জড়ো করা হয়েছে। আটকরা বেশিরভাগ নারী ও শিশু।’ বুধবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া শামলাপুরের জাহাজঘাট থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গাভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরাঘাট দিয়ে ওঠার সময় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিলেন। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার ফিরে আসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button