fbpx
অন্যান্যবাংলাদেশ

আইইডিসিআরের ৬ কর্মীর করোনা শনাক্ত, কোয়ারেন্টাইনে ফ্লোরা

রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দু’জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ। এদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে, দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মারা গেছেন আরো ১০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৯ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button