fbpx
বিশ্ববাংলা

কুয়েতে সাধারণ ক্ষমার আবেদন ৪ হাজারেরও বেশি বাংলাদেশির

কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে ৪ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী বাংলাদেশিরা আবেদন করেছেন। আগামী কিছুদিনের মধ্যেই এসব বাংলাদেশিরা দেশে ফিরবেন বলে, কুয়েতের বাংলাদেশ দূতাবাস আশা করছে।

অপরদিকে ফেব্রুয়ারি মাসে যাদের ইকামার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু নবায়ন হয়নি, তাদের ইকামা পুনরায় নবায়ন করা যাবে না বলে জানিয়েছে কুয়েত সরকার।

দেশটির স্থানীয় ইংরেজি গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে, বিষয়টি উল্লেখ করা হয়েছে। কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ইস্যুতে জরুরি অবস্থা জারি থাকায়, প্রবাসীদের সুবিধার্থে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

কুয়েত সরকারের দেয়া এই তিন মাসের সাময়িক রেসিডেন্সি, সকল প্রবাসীসহ যারা কুয়েতে ভিজিট ভিসায় এসেছিলেন তাদের জন্যও প্রযোজ্য হবে। এছাড়াও, যে সকল প্রবাসীরা, ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের জন্য কুয়েত সরকার অনলাইনে ইকামা নবায়ন পদ্ধতি চালু করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button