fbpx
বিশ্ববাংলা

সিঙ্গাপুরে প্রায় ৩ হাজার বাংলাদেশি করোনা আক্রান্ত

সিঙ্গাপুরে বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, গত রোববার সিঙ্গাপুরে নতুন করে ৫৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩২১ জনই বাংলাদেশি প্রবাসী।

নতুন আক্রান্তরাসহ এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩ হাজার বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৮৮ জন৷ গত রোববার ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, ৭৬৮ জন। মোট মৃত্যু হয়েছে এগারো জনের।

করোনাভাইরাস প্রতিরোধে, দেশটিতে মোট ১৩ টি ডরমেটরিকে আইসোলেট করা হলেও, এসব ডরমিটরিগুলোতে সরকারের পক্ষ থেকে তিনবেলা খাবার,বিনামূল্যে ইন্টারনেট ও সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাসায় থাকলে সব শ্রমিক সময়মতো তাদের বেতন পাবেন৷

সংশ্লিষ্ট খবর

Back to top button