fbpx
বাংলাদেশ

সারাদেশে বাড়ছে কোয়ারেন্টিন ও মৃতের সংখ্যা

দেশে দিন দিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এতে প্রতিনিয়তই বাড়ছে কোয়ারেন্টিন ও মৃতের সংখ্যাও। খুলনায় প্রথম করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে।তিনি রুপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে নুর আলম খান।গতরাতে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল আহাদ এতথ্য নিশ্চিত করেন।এছাড়া গতরাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা মিজানুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় প্রথমবার দুইজন করোনা শনাক্ত হয়েছে।দুইজনই পুরুষ। সকালে আইইডিসিআর থেকে আসা টেষ্ট রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় ২ জনসহ ৯জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। গতকাল পৌরসভা ও শিবালয় উপজেলায় দুই নারী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এতথ্য জানান।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে এক ব্যাক্তি করোনা আক্রান্ত হয়েছেন।সকালে জেলা সিভিল সার্জন আফিস বিষয়টি নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যাক্তি নিজ বাড়িতে চিকিৎসা নেবেন এবং তার তদারকি করবে জেলা স্বাস্থ্য বিভাগ।

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক এবং ১ স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।

শরীয়তপুরে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন ডামুড্যা উপজেলায়,১ জন নড়িয়া উপজেলার। এনিয়ে জেলায় ১০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নারায়নগঞ্জ থেকে আসা এক পোশাককর্মীর করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিতের পর উল্লাপাড়া উপজেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতরাতে সিভিল সার্জন জাহিদুল ইসলাম বলেন,আক্রান্ত ব্যক্তি উল্লাপাড়া উপজেলার কাজিপাড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়ালো দুইজনে।

বাংলা টিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button