fbpx
বিশ্ববাংলা

নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে স্পেন দূতাবাস

স্পেনে দূতাবাসের দেয়া খাদ্যসামগ্রীর মূল্য ও মান নিয়ে প্রশ্ন ওঠায়, খাদ্যের বদলে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে স্পেন দূতাবাস।

লকডাউনে ক্ষতিগ্রস্ত স্পেন প্রবাসীদের সাহায্যার্থে, স্পেন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের প্রবাসীকল্যান মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুদানের আবেদন জানানোর প্রেক্ষিতে, দু’দফায় ২৫ লক্ষ টাকা অনুদান পাঠিয়েছে মন্ত্রণালয় দুটির অধীনে গঠিত ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড।

এই অনুদান প্রবাসীদের মধ্যে বিতরণের জন্য, যাচাই বাছাইপূর্বক তালিকা প্রস্তত করে, খাদ্যসামগ্রী বিতরণ করে দূতাবাস। কিন্তু খাদ্যসামগ্রীর গুণগত মান ও পরিমাণ নিয়ে প্রশ্ন তুলে, সোশাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করেন কিছু প্রবাসী।

এরই প্রেক্ষিতে, দূতাবাসের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয় ধাপের অনুদান, খাদ্য আকারে বিতরণ না করে নগদ অর্থ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। এজন্য নিবন্ধনকৃত প্রত্যেক প্রবাসীকে তার পাসপোর্ট দূতাবাসে জমা দিয়ে অনুদান নিতে হবে।

লোকমান হোসেন, স্পেন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button