ওমান থেকে দেশে ফিরেছে ২৮৮ বাংলাদেশি

ওমান থেকে ২৮৮ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, শুক্রবার ওমান এয়ারের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
সম্প্রতি মহামারি করোনাভাইরাসের কারনে চীন, ভারত, নেপাল, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যাণ্ড, ওমান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকাপড়া দুই হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একই দিনে ভারতে আটকে পড়া ৩৩২ বাংলাদেশিকে নয়াদিল্লি ও চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ছিলেন তীর্থযাত্রী, শিক্ষার্থী, পর্যটক, ব্যবসায়ী, রোগী ও রোগীর সঙ্গে যাওয়া স্বজনরা।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে আটকে পড়া বিভিন্ন দেশের ৪ হাজার ৪২২ জন বিদেশিকে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে।