fbpx
বিশ্ববাংলা

বাহরাইনে ৯৭ বাংলাদেশি করোনা আক্রান্ত

করোনাভাইরাস শনাক্তের দুই মাস পর বাহরাইনে প্রথম রমজানেই রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি প্রকাশিত হয়।

মন্ত্রনালয়ের তথ্যমতে, ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০১ জন। এদের মধ্যে বেশির ভাগ রয়েছে প্রবাসী শ্রমিক। গত ২ মাসে মোট ১ লক্ষ ৭ হাজার ২৭৩ জনকে পরীক্ষা করে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৫১৮ জন।

গত ২ মাসে মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন। মৃত্যুর খাতায় কোন বাংলাদেশির নাম এখন পর্যন্ত নেই। আক্রান্ত হয়েছে ৯৭ জন বাংলাদেশি। আক্রান্তের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে যান ১ হাজার ১১৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৯৭ জন।

এদের মধ্যে একজন আশংকা জনক অবস্থায় রয়েছেন। থেমে থেমে লকডাউন চললেও খোলা ছিলো সুপারমার্কেট, ফার্মেসীসহ নিত্যপ্রয়োজনীয় জরুরী সেবাগুলো। এছাড়া আইন কানুনের শিথিলতার মধ্যেও করোনাভাইরাস মোকাবেলায় অনেকটাই সফল বাহরাইন। বর্তমান পরিস্থিতিতে আরও ইতিবাচক পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে মনে করছেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button