fbpx
বিশ্ববাংলা

স্পেনে রমজান পালনে মুসলিমদের সতর্ক হওয়ার নির্দেশ

স্পেনে করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় আশাবাদী সরকার, তবে রমজান পালনে মুসলিমদেরকে সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেহরীর সময় উচ্চস্বরে কথা না বলা এবং ইফতারে ও তারাবীতে জনসমাগম না করার জন্য মুসলিমদের প্রতি আহবান জানিয়েছে দেশটির সরকার।

শনিবার নতুন করে আরও ৩৭৮ জনের প্রাণহানি ঘটেছে। যা বিগত দিনগুলোর তুলনায় কম। তবে স্পেনে করোনা সংক্রমণ এবং মৃত্যু গত কয়েকদিনে অনেক কমেছে। স্পেনের স্থানীয় দৈনিক এল পাইস এবং এল মুন্ড জানিয়েছে, দেশটির করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ছুইছুই। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ।

আরো জানানো হয়, আগামী ২ মে থেকে হোম কোয়ারেন্টাইনে বন্দি মানুষজন রাস্তায় বের হতে পারবে। করোনা পরিস্থিতি উন্নতির দিকে, আগে যেখানে একজন ৩ জনকে আক্রান্ত করতো, এখন সেটা ১ দশমিক ৫ জনে নেমেছে।

এদিকে, প্রেসিডেন্ট আরো জানান, ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে দেড় বিলিয়ন ইউরো অর্থনীতি পুনরুদ্ধার সহযোগিতা পেতে যাচ্ছে স্পেন ।

সংশ্লিষ্ট খবর

Back to top button