বিশ্ববাংলা
লেবাননে ক্যান্সারে আক্রান্ত শিশুকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন মা

লেবাননে ক্যান্সারে আক্রান্ত শিশু সন্তানকে বাঁচাতে সহযোগিতা চেয়েছে তার মা শিরীন আক্তার। সে এখন হাসপাতালের দোতলায় ৫৩১ নম্বর রুমে চিকিৎসাধীন।
কুমিল্লার চাঁদপুর জেলার মতলব উপজেলার খড়গাপুর গ্রামের কাউসার-শিরীন দম্পতির ১১ মাসের শিশু তাসমিম হঠাৎ অসুস্থ হয়ে লেবাননের রফিক হারিরি হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে সে ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসক জানায় ৬ মাস হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে। আর এজন্য প্রয়োজন প্রায় ১০ হাজার মার্কিন ডলার। তাসমিমের বাবা-মা দু’জনেই সীমিত আয় করেন। তাই সন্তানের চিকিৎসার টাকা যোগাড় করতে হিমসিম খেতে হচ্ছে তাদের।
তাসমিমের চিকিৎসার ব্যাপারে যে কেউ তার মায়ের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন। মোবাইল নম্বর: ০০৯৬১ ৮১৯২১৮৭২, বিকাশ নম্বর: ০১৮৫৫ ৪৮৫৩০০।
বাংলা টিভি/রাসেল