দেশবাংলা
গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে পূবাইলের সাতকোয়া এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা, র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধে একজন র্যাব সদস্য আহত হন। এ সময় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত রবিউলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলা টিভি/রাসেল