
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)’র পক্ষ থেকে দেয়া এক নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে রাজধানীর রেস্তোরাঁগুলো ইফতার সামগ্রী বেচাকেনা করতে পারবে।
তবে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণ করতে পারবেন না। এছাড়া ফুটপাতেও কোনো দোকান বসতে পারবে না।
এদিকে, স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপসমূহ পূর্বের ন্যায় প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।
বাংলা টিভি/রাসেল