fbpx
বানিজ্য সংবাদ

রাজধানীতে অপরিবর্তিত রয়েছে সবজির দাম

রমজানের চতুর্থ দিনে রাজধানীতে অপরিবর্তিত রয়েছে সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে পরিবহণ সংকটে ঢাকার বাইরে থেকে আসা পণ্য রাজধানীতে পৌঁছাচ্ছে কিছুটা সমস্যা হচ্ছে।

রাজধানীর বাজার ঘুরে জানা যায়, পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে দাম কিছুটা বেশি। পাইকারি বাজারে বেগুন কেজিপ্রতি ৩০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, ফুলকপি ১৫ থেকে ২৫ টাকা। এছাড়া চাহিদা বেশি থাকায় বেড়েছে ইফতার সামগ্রীর দাম। তবে আগের দামে বিক্রি ডিম, মুরগি, খাশি ও গরুর মাংস।

এদিকে ঢাকা মেট্রো পুলিশের নির্দেশনায় বিকেল চারটা পর্যন্ত খোলা রয়েছে এলাকা ভিত্তিক দোকান। এছাড়া নিরাপদ দুরত্ব মেনে আজ থেকে খোলা হয়েছে রাজধানীর রেস্টুরেন্টগুলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button